শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম: বগুড়ার নন্দীগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাছরিন সুলতানা, থানার ইন্সপেক্টর (তদন্ত) জামিরুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঞ্জুয়ারা খাতুন, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হযরত আলী, দামগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার ও নন্দীগ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল আমিন হোসেন প্রমুখ। 

উল্লেখ, ১৭ আগস্ট থেকে সারা দেশের ন্যায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যথারীতিভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। 

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …