শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / টপি সরদারের কবিতা’ আমি মুজিব প্রেমী

টপি সরদারের কবিতা’ আমি মুজিব প্রেমী

আমি মুজিব প্রেমী
টপি সরদার

ছোট টপি বইয়ের ভাঁজে
খাতার মাঝে রঙের সাজে,
আঁকতো গল্পের বাংলার খোকা
মুজিব প্রেমী সে বুঝতে পারেনি বোকা।

মোটেও ছিলো না পড়ুয়া মেয়ে সে কি
সারাদিন রং পেন্সিলে ডুবে আঁকিবুঁকি,
বিশাল আগ্রহ ছিলো গল্প খোকার পড়ায়
বিনয়ী আচরণে কেড়েছিলো মন সাড়ায়।।

হাজারে বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলার খোকা
বাঙালিদের হৃদয়ে গাঁথা ভালবাসার পাত্রে রাখা,
ন্যায়- নীতি আদর্শ প্রতিবাদী সাহসী শ্রেষ্ঠ যোদ্ধা
কৃতজ্ঞতা জরে মনোয়া বার্তা জানাই সম্মান ও শ্রদ্ধা।।

জীবন স্বপরিবার উৎসর্গ করে গিয়েছিলেন তিনি
হাজার কোটি বছর যাবে মুজিব আসবেনা জানি,
শিখিয়েছেন মানব প্রেম দেশের জন্য আপ্রাণ লড়া
মুগ্ধ সেই বাংলার খোকার সরলতার মায়ায় জড়া।।

অদ্ভুত টানে শেকড়পানে মুজিব আছে দেশ প্রেমেতে
সৎ- সততায় মানবতায় মিশেই রয়েছে জনে জনেতে,
স্বীকার করি একজন ছিলেন বাংলার মানুষের সুখ দুঃখের প্রকৃত মিতা
কষ্ট বুকে নিয়ে আজও স্বরণ করি হারিয়েছি আপনাকে জাতির পিতা।।

কালো -রাতে ষড়যন্ত্র কৌশলে ছুঁড়েছিলো দেহে গুলি
বাঙালি আজও আপনার প্রেমে হারায়নি বাংলার বুলি,
দেশদ্রোহী শত্রুরা মুছতে পারেনি আপনার অস্তিত্ব চিহ্নি
এই সারা বাংলায় আজও রব উঠে মুজিব ভাই স্লোগানের বহ্নি।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …