শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বেগম মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী পালন

বেগম মুজিবের ৯৩তম জন্ম বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচন সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা কর্মকর্তার কার্যালয় এবং জাতীয় মহিলা সংস্থা এই কর্মসূচীর আয়োজন করে। এ সময় ছয় জন মহিলাকে সেলাই মেশিন ও পাঁচজন দুস্থ মহিলার মাঝে দুই হাজার করে টাকা বিতরন করা হয়।


উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী মারিয়াম খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল ইসলাম প্রমূখ।


উল্লেখ্য, ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির জনকের হত্যাকারীদের হাতে নির্মমভাবে মৃত্যুবরণ করেন।

আরও দেখুন

বাংলাদেশের নৃত্য দল ভারতে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ

নিউজ ডেস্ক,,,,,,,,, সাংস্কৃতিক কূটনীতির একটি প্রাণবন্ত প্রদর্শনে, ঢাকা-ভিত্তিক বিখ্যাত নৃত্য বিদ্যালয় ‘কল্পতরু’ র নয় সদস্যের …