রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের স্টেশন বাজার থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি

নাটোরের স্টেশন বাজার থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে দুই হাজার পিস ইয়াবাসহ শরীফ আলী ওরফে চাঁদ নামে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যায় নাটোর স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শরীফ রাজশাহী কাটাখালী এলাকার বাচ্চু মণ্ডলের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর স্টেশন বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানকালে ওই এলাকার একটি চায়ের স্টলের সামনে দাঁড়িয়ে শরিফ আলীকে সন্দেহ হলে তার দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে কয়েকটি প্লাস্টিকের প্যাকেটে ভর্তি ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আটককৃত শরিফের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …