নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপরে ১ মিনিট নীরবতা পালন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও পরিষদ চত্বরে কিশোর কিশোরীদের মধ্যে চারা গাছ বিতরণ, উপজেলার মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার , সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল , পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আব্দুর রশিদ, কৃষি স¤প্রসারন অফিসার মতিয়র রহমান, সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হন্নান, থানার এসআই ইমরান হোসেন, ফায়ার সার্ভিস কর্মকতা শহীদুল ইসলাম, সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …