নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ২০টি সাদা বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের উত্তর সাহাপুর এলাকায় শিকারির খাঁচায় থেকে উদ্ধার করা ওই বকগুলো অবমুক্ত করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন ও সাধারণ সম্পাদক মো. সুবাশিষ কবির।
এসময় মশিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা আকতার হোসেন, সুজন আলী ও রিয়াদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ সভাপতি বাঁধন জানান, স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা সাহাপুর এলাকার কৃষি মাঠে শিকারীর খাঁচায় থেকে ওই বকপাখি উদ্ধার করে। এসময় শিকারী পালিয়ে যায়। পরে খাচায় বন্দী বক আমরা সকল নেতাকর্মীরা মুক্ত আকাশে অবমুক্ত করি। এখনি যদি বক শিকার বন্ধ না করা যায় তাহলে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাবে এই পাখি। তাই বকসহ অন্যান্য পাখি শিকার বন্ধে স্থানীয়দের আরো সতর্ক হতে আহবান জানাই। দায়বদ্ধতা থেকে একাজটি করছে ছাত্রলীগ।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …