শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / জেলা বিএনপির সদস্য সচিবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল

জেলা বিএনপির সদস্য সচিবের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে বড়াইগ্রাম বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর বাজারের উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই কর্মসূচীর আয়োহ করে। প্রায় ঘন্টাব্যপি বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজারের আশে পাশে প্রদক্ষিন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামসুল আলম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক শামীম হোসেন, বনপাড়া পৌর যুব দলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুলাহ আল মামুন লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামসুল আলম রনি শামসুল আলম রনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী পালনের জন্য জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সোমবার সকালে দলীয় কার্যালয় আলাইপুরে যাচ্ছিলেন।

এ সময় নাটোর শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। তারা লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে রান্তা ফেলে চলে যায়। তাকে উদ্ধার করে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় ভর্তি করা হয়। আমরা এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচার দাবী করছি।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …