নিজস্ব প্রতিবেদক:নাটোরে শোকাবহ আগষ্ট মাস উপলক্ষে মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় কান্দিভিটাস্থ নিজ বাসভবনে মাস ব্যাপী এ কর্মসূচির ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নিরাবতা পালন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ১ আগষ্ট উদ্বোধনী অনুষ্ঠান পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকীব বাকি, সাবেক দপ্তর সম্পাদক দিলীপ দাস সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে হত্যা করে পাকিস্থানীরা কাপুরুষতার পরিচয় দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা যদি বিদেশে না থাকতো তাহলে তাদেরকেও মেরে ফেলা হতো। দেশ যখন বঙ্গবন্ধু কন্যার দুরদর্শিতায় এগিয়ে যাচ্ছে তখন আবারো বিএনপি জামায়াত দেশে নাশকতার পাঁয়তারা করছে। তাদের সে অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সবাইকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …