নিজস্ব প্রতিবেদক: নাটোরে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচি পালন করতে দেয়নি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। আজ সোমবার সকালে জেলা বিএনপির নেতা কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে আসার প্রস্তুতি নিলে তাদের মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় তারা জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজকে পিটিয়ে জখম করে বলে জেলা বিএনপি’র পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ছাড়াও শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মোটরসাইকেল শো-ডাইন দেয়া শুরু করে আওয়ামী লীগ। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তারা লাঠি সোটা হাতে নিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ করতে থাকে। এ সময় বিএনপি কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা ছিল।
