বৃহস্পতিবার , এপ্রিল ৩ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / শিশুকে যৌন নিপীড়ন ও মারপিটের ঘটনায় গ্রেপ্তার ২

শিশুকে যৌন নিপীড়ন ও মারপিটের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:নাটোরের নলডাঙ্গায় নয় বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়ন ও তার বাড়িতে হামলা ও মারপিটের অভিযোগে মুকুল আরিন্দা (৩৪) এবং আল-আমিন(২২) নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ জুলাই) রাতে এ ঘটনায় শিশু কন্যার পিতা বাদী হয়ে ৭ জনের নামে মামলা দায়ের করে। পুলিশ রাতেই ২জনকে গ্রেপ্তার করে ।গ্রেপ্তারকৃত মুকুল আরিন্দা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের বাসিন্দা এবং আল-আমিন(২২) উপজেলার ব্রহ্মপুরের শহিদ হোসেনের ছেলে।

ভুক্তভোগীর পিতা জানান,গত ২৮ জুলাই দুপুরে অভিযুক্ত প্রধান অভিযুক্ত মতিউর রহমান ওই শিশু কন্যা কৌশলে ডেকে যৌন নির্যাতন করে।ভুক্তভোগীর পিতা জানান,আসামী তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আমার মেয়েকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তখন আমার মেয়ে চিৎকার করার চেষ্টা করলে আসামী আমার মেয়েকে ছেড়ে দেয়।

বিষয়টি সম্পর্কে নির্যাতনকারীকে বললে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং ভুক্তভোগির বাড়িতে এসে তার মাকে মারপিট,বাড়িঘর ভাংচুর ও বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

নলডাঙ্গা থানা পুলিশ জানায়, আমরা অভিযোগ পেয়ে ২ জনকে গ্রেফতার করেছি। বাঁকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও দেখুন

নাটোরের লালপুরে মসজিদে ‘জয় বাংলা’ কাণ্ডে সেই সাইনবোর্ড দান করা ব্যক্তিকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক লালপুর……………………… নাটোরের লালপুর উপজেলায় একটি মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ স্লোগানসহ বার্তা প্রদর্শিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *