নিজস্ব প্রতিবেদক:নাটোরে পাখির মাংস রান্না করে বিক্রি করার অভিযোগে হাফিজুর রহমান নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রাত ৯ টারদিকে হয়বতপুর এলাকার অর্জুন গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কমর্কর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার।
ধ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিনা সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের একটি টিম আজ রাত নয়টার দিকে সদর উপজেলার অর্জুনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্ৰামের হোটেল ব্যবসায়ী হাফিজুর রহমানের বন্য পাখি হত্যা করে তা রান্না করে বিক্রি করায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়। এই ঘটনায় তাকে বিশ হাজার টাকা জরিমানা এবং আদায় করা হয়। এরপরে তাকে সতর্ক করে দেয়া হয়েছে আবারও বন্যপ্রাণী হত্যা এবং তা রান্না করে বিক্রি না করার জন্য। উল্লেখ্য এর আগেও হাফিজুর বন্য পাখি হত্যা করে তার মাংস রান্না করে বিক্রি করে ভ্রাম্যমান আদালতের কাছে জরিমানা দিয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …