নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ২৯ বছরের দখলকৃত খেলার মাঠে ১৩শতক জায়গা দখল করে কাঁটাতারের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তির ব্যক্তির বিরুদ্ধে। খেলার মাঠটির বড় অংশ জুড়ে এ বেড়া দেওয়ার ফলে বিদ্যালয়ের প্রায় ৪৫জন শিক্ষার্থীদের খেলাধুলাসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় শিক্ষার্থীদের। গত বৃহস্পতিবার সকাল ১১টায় খেলার মাঠ দখলকৃত কাঁটাতারের বেড়া উচ্ছেদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচীতে সকল শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি চেয়ে বক্তব্য রাখেন,দশম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থী মিম সুলতানা ও সুমা খাতুন। মানববন্ধন কর্মসূচী শেষে শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো.ফিরোজ উদ্দিন অভিযোগ করে বলেন, স্থানীয়ভাবে প্রভাবশালী বসির মোল্লা ও তাঁর ভাতিজা ইউপি সদস্য আলম মোল্লা দখলকৃত জায়গাটি নিজেদের দাবী করেন। বিদ্যালয়টি সাপ্তাহিক ছুটি থাকার সুযোগে ৩০-৪০জন লোকবল নিয়ে এসে মাঠের জায়গাটি দখল করে তাঁরকাটা দিয়ে ঘিরে রেখে চলে যান।
অথচ ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে খেলার মাঠটি বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছেন। সেখানে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করা, অ্যাসেম্বলিসহ নির্বিঘœ চলাচল করে আসছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এনিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও থানা পুলিশকে গত রোববার লিখিত অভিযোগ দেওয়া হলেও গতকাল বৃহষ্পতিবার পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহন করেননি তাঁরা।
এদিকে বিদ্যালয়য়ের মাঠ দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বসির মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তাঁর অন্য সরিকদের কাছ থেকে ৫৬ শতক জায়গা কিনলেও দখলকৃত ১৩ শতক জায়গা (দুইভাই জলিল মোল্লার ৭শতক ও বসির মোল্লার ৬ শতক) জায়গা রেজিষ্টি করে দেওয়া হয়নি। ফলে উত্তরাধিকার সুত্রে তাঁরা এই ১৩শতক জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নিয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদসহ স্কুলের সংশ্লিষ্ট সকলকেই অবগত করার পরই তিনি দখল করেছেন বলে জানান। নাজিরপুর ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব আলী বলেন, ভুক্তভোগীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কয়েকদফা নোটিশ করা হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক সেই নোটিশ গ্রহন করেননি। পরে একটি কমিটি গঠন করে দেওয়া হয়, সেই কমিটির লোকজনসহ নিযুক্ত আমিন গিয়ে জায়গাটি বুঝে দেওয়া হয়েছে। সেখানে তাঁরকাটার বেড়া দিয়ে ঘিরে দেন জমির প্রকৃত মালিকরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই এঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি। সেসময় সাব বিক্রি কবলা মূলে বিদ্যালয়ের অনুকূলে রেজিষ্ট্রি করে নিয়মিত খাজনা-খারিজ করে আসছেন। তিনি বিদ্যালয়ের সুনাম ও সমূহ সংঘাত এড়াতে প্রশাসনের সহযোগীতা চেয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী বলেন, উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় গতকাল বুধবার বিদ্যালয়টি পরিদর্শন করলেও কাঁটাতারের বেড়া অপসারনে কোন পদক্ষেপ গ্রহন করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবনী রায় বৃহষ্পতিবার জানান, জায়গা ও কাগজপত্র আইন আদালতের বিষয়। একারনে আদালতের আশ্রয় নেওয়ার জন্য প্রধান শিক্ষককে পরামর্শ দেওয়া হয়েছে।
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর মেমোরিয়াম বালিকা উচ্চ বিদ্যালয় খেলার মাঠ দখল কাঁটাতারের বেড়া উচ্ছেদে শিক্ষার্থীদের মানববন্ধন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …