নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও হয়রানীর বিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে এক স্বর্ন ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা এলাকার স্বর্ন ব্যবসায়ী মোখলেসুর রহমান দাবি করেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জেসমিন খাতুন নামে প্রতারক এক নারী তার স্বর্নের দোকানে কাজ করিয়ে ১৮ হাজার টাকা বাকি রাখেন। চলতি মাসের গত ১৭ তারিখ আবারও দোকানে গেলে ১৮ হাজার টাকা দাবি করা হয় স্বর্ন ব্যবসায়ী। এক পর্যায়ে মালিক ও কর্মচারীর শরীরে আঘাত করে বেরিয়ে যান ওই নারী। যা সিসিটিভি ফুটেজে দেয়া যায়। দোকানের ভেতর শারীরিক অবস্থা ভাল থাকলেও বাইরে গিয়ে নিজের কানপাশা ছিড়ে হাসপাতালে ভর্তি হয়। এনিয়ে একজন কথিত সাংবাদিক তার ফেসবুকে ও অনলাইন পোর্টালে একাধিক মানহানি সংবাদ প্রচার করে। এসব ঘটনার সুষ্ঠ বিচার ও তদন্ত দাবি করেন স্বর্ন ব্যবসায়ী মোখলেসুর রহমান।
এর আগেই প্রায় ১২ জনকে বিয়ে করে অর্থসহ মামলা দায়ের করে হয়রানি করে আসছে। তার কাজেই হচ্ছে প্রতারণা করে অর্থ আর্থসাদ করা।
এদিকে ওই নারীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি মিথ্যা ভিত্তিহীন বলে দাবি করেন। সেই সাথে সেই সাথে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন ওই নারী।
সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন, ঝিলিম ইউনিয়ন পরিষদেরে ১ নং ওয়ার্ডে মেম্বার সাদ্দাম হোসেন, ঝিলিম ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান, ব্যবসায়ী মশিউর রহমান বুলবুলসহ অন্যান্যে।