শনিবার , সেপ্টেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবসে সাত সমিতিকে সম্মাননা প্রদান

বাগাতিপাড়ায় জাতীয় সমবায় দিবসে সাত সমিতিকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় সমবায়ের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য ৭টি সমিতিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল প্রধান অতিথি থেকে এসব সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সমিতিগুলো হলো ঊষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, দেশবন্ধু সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, দেশ সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, বাটিকামারি একতা বহুমূখী সমবায় সমিতি, দয়ারামপুর (অবঃ) সৈনিক বহুমূখী সমবায় সমিতি, সানফ্লাওয়ার যুব উন্নয়ন সমবায় সমিতি ও উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

এর আগে ‘বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত¡রের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জিমনেসিয়ামে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, সমবায় সমিতির আতাউর রহমান প্রমুখ।

আরও দেখুন

মহানবীকে নিয়ে কটুক্তি করায় প্রতিবাদে নন্দীগ্রাম ওলমা পরিষদের বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বগুড়ার …