নিজস্ব প্রতিবেদক:
জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। আজ ২৬ জুলাই বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় কান্দিভিটা থেকে ছাত্রলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, সহ-সভাপতি ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা বিউটি বেগম প্রমূখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা জানান, গত ১৬ মে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর নান্নু শেখ এর উপর জঘন্যতম হামলা এবং কুপিয়ে জখম করার মধ্য দিয়ে এই সন্ত্রাস শুরু হয়। সন্ত্রাসীরা দ্রুত জামিন নিয়ে বেরিয়ে এসে আবারো আস্ফালন করতে থাকে। এই বিরোধের জেরেই আবারও সাবেক যুবলীগ নেতা মিঠুন আলীর উপরে হামলা চালায় সন্ত্রাসীরা। নেতৃবৃন্দ সকল সহিংসতাল বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের প্রতি সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এই সকল ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের না করে জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের বিরুদ্ধে মামলা দেয়ায় তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে নেতৃবৃন্দ এই সকল নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের সোপর্দ করার আহ্বান জানান।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …