নীড় পাতা / জেলা জুড়ে / লালপুরে পদ্মায় গোসলে গিয়ে প্রাণ গেলো কিশোরের

লালপুরে পদ্মায় গোসলে গিয়ে প্রাণ গেলো কিশোরের

নিজস্ব প্রতিবেদক,লালপুর:নাটোরের লালপুর উপজেলার পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলফাজ (১৫) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে।
শনিবার (২২ জুুলাই) দুপুর ২টার দিকে লালপুর ইউনিয়ন পরিষদের পিছনে পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে নেমে সাতার কম পারায় পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ। নিহত আলফাজ মহেশপুর গ্রামের আলমের ছেলে।
লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, আলফাজ ও তার আরো দুই বন্ধু মিলে দুপুর দেড় টার দিকে লালপুর ইউনিয়ন পরিষদের পেছনে পদ্মানদীর শাখা নদীতে গোসল করতে নামে। এসময় আলফাজ সাতার কম পারায় বন্ধুদের অজান্তে নদীতে ডুবে যায়। তিনি আরো বলেন, পরে তার বন্ধুরা আলফাজকে না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পেছে ১০ মিনিটের মধ্যে আলফাজকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবারের কাছে আলফাজের লাশ হস্তান্তর করা হয়েছে।’
লালপুর থানার ওসি মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *