নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ ও নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।২২ জুলাই উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক একাব্বর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাজেদুর রহমান জুয়েলকে গ্রেপ্তার এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে আওয়ামী পুলিশ কর্তৃক মিথ্যা মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন বুলু, আবু বক্কর সিদ্দিক এলআর, মাহাবুবুল আলম, শাহ আল-হেলাল, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ মাসুদ, নজরুল ইসলাম, হাসেম আলী, মশিউর রহমান, আবুল বাশার বাচ্চু, আব্দুল হামিদ, আব্দুর রউফ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ।