নিজস্ব প্রতিবেদক, লালপুর:নাটোরের লালপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালপুর উপজেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সর্ব সম্মতিক্রমে দীপেন্দ্রনাথ কে সভাপতি, সঞ্জয় কুমার কর্মকারকে সাধারণ সম্পাদক ও সৌমিত্র সরকারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উ্দযাপন কমিটির লালপুর উপজেলা শাখার এই কমিটি ঘোষনা করা হয় এবং আগামী ৭দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন অতিথিরা।
আজ শুক্রবার (২১ জুলাই ২০২৩) দুপুরে লালপুর ঐতিহ্যবাহী বুধপাড়া কালি মন্দির প্রাঙ্গনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দীপেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পূজা উ্দযাপন কমিটির নাটোর জেরা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি বলেন, আমরা আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ছায়াতলে সম্মিলিত হয়ে কাজ করবো। নিজ অধিকার আদায় তথা সনাতন ধর্মের মৌলিক অধিকার বাস্তয়নে কাজ করতে হবে। আমাদের লক্ষ,পূজা পার্বণ এর মর্যাদা রক্ষা করা, একে অপরের সহযোগী হিসাবে কাজ করা। দেশের মানুষ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সর্বত্র সহযোগীতা করা। আসুন সকল ধর্মের মানুষের পাশে দাঁড়াই, মানব কল্যানে কাজ করি, দেশের উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে একসাথে কাজ করি। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্ট্রি তপন কুমার সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সহ-সভাপতি খগেন্দ্র নাথ রায়, সুব্রত কুমার সরকার, নাটোর সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কুমার রায়, সদস্য অধ্যক্ষ পরিমল কুমার রায়, স্বপন কুমার ভদ্র, স্বপন কুমার পাল, সঞ্জয় কুমার কর্মকার , শ্যামলাল দাস ভুটিয়া প্রমুখ।
এর আগে সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষনা করেন অতিথিরা। প্রথম অধিবেশন বেলা তিনটায় সমাপ্তির পর নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদার আহŸায়ক কমিটির বিলুপ্ত ঘোষনা করেন। এরপর নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করেন।