নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত

নাটোরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে ইসলামী যুব আন্দোলনের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ একুশে জুলাই শুক্রবার বেলা ১১ঃ৩০ টার দিকে নাটোর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এই উপলক্ষে একটি র‍্যালি এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা সভাপতি মাওলানা আলী সিদ্দিকী, যুব আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের। যুব আন্দোলন বাংলাদেশ নাটোর জেলার সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়

সমাবেশে নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দেন।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …