সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান

বড়াইগ্রামে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ অভিযান

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে গ্রামীণ ব্যাংক বড়াইগ্রাম শাখার উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার লক্ষীকোলে গ্রামীণ ব্যাংক চত্বরে প্রধান অতিথি হিসাবে গুরুদাসপুর এরিয়া ম্যানেজার আবু মো: মহসিন সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন। বড়াইগ্রাম শাখা ব্যবস্থাপক হেলালউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে শাখার সেকেন্ড অফিসার খন্দকার মুর্তাজা আব্দুল ওয়াহেদ, সমাজসেবক জাহাঙ্গীর আলম ও ফিল্ড অফিসার মোক্তার হোসেন বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, পাবনা যোনের আওতায় এবার মোট দুই লাখ ৯৮ হাজার ২৮০ টি বিভিন্ন প্রকার ফলদ ও বনজ গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক বড়াইগ্রাম শাখার সদস্যদের মাঝে মোট ৪৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …