শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ৩০ টি কেন্দ্রে জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

নাটোরে ৩০ টি কেন্দ্রে জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৩০টি কেন্দ্রে একযোগে জেএসসি এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে এ পরীক্ষা শুরু হয়। জেলা প্রশাসন সুত্র জানায়, জেলার ৩০ টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩৫ হাজার ২১ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ২৩ টি কেন্দ্রে ৩২হাজার ১১ জন জেএসসি পরীক্ষার্থী বাংলা ১ম পত্র ও ৭ টি কেন্দ্রে ৩ হাজার ১০ জন জেডিসি পরীক্ষার্থী কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষায় অংশ নিয়েছে।

এছাড়াও ২৩ টি কারিগরী (ভকেশনাল) কেন্দ্রে পরীক্ষা দিয়েছে ৫ হাজার ৫৮৭জন শিক্ষার্থী। সকালে পরীক্ষা শুরুর পর থেকে পরীক্ষা চলাকালীন সময়ে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। সেই সাথে পরীক্ষা কেন্দ্রগুলো শান্তিপূর্ণ রাখতে নেওয়া রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও জেলা প্রশাসনের বিশেষ নজরদারী।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …