রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুর পৌরসভায় ৮৫কোটি ৩৪লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

গুরুদাসপুর পৌরসভায় ৮৫কোটি ৩৪লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,গুরুদাসপুর:নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ৮৫কোটি ৩৪ লক্ষ ৪৪হাজার ৯শত ৬৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার দুপুরে এ উপলক্ষে নিজ চত্বরে পৌরসভা আয়োজনে বাজেট অধিবেশন অনুষ্ঠান হয়। এতে ২০২৩-২০২৪ অর্থবছরের পৌরসভায় এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর হিসাব রক্ষক কর্মকর্তা নুরুজ্জামান হয়।

 এর আগে উন্মুক্ত বাজেট অধিবেশনে তিনবারের সফল পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার সভাপতিত্বে উপস্থিত পৌরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন,প্রধান অতিথি নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী,উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আব্দুল বারি,জেলা পরিষদের সদস্য মেহেদি হাসান, পৌর কাউন্সিলর শেখ সবুজ প্রমুখ।

 এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যাক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা, সকল কাউন্সিলরবৃন্দ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান ব্যক্তিবর্গ।#

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *