নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্তৃক আয়োজিত সারাদেশ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নাটোর শাখার উদ্দ্যোগে নাটোর জেলার সিংড়া উপজেলার হুলহুলিয়া আদর্শ গ্রামে ১০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হয়েছে। বৃক্ষরোপন কর্মস‚চির উদ্বোধন করেন সিংড়া উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা বিএডিসি কর্মকর্তা মানিক রতন, ইউসিবি পিএলসি নাটোর শাখার ব্যবস্থাপক মোঃ সেলিম উদ্দিন, প্রদীপ কুমার পাল,এসএমই বিজনেস ডিভিশন, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ, ভাইস চেয়ারম্যান আলমগীর কবির ইউপি সদস্য আকমল হোসেন সরদার প্রমুখ।