সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় কোরআন শরিফ পুড়ানোর প্রতিবাদে মুসল্লীদের বিক্ষোভ মিছিল

সিংড়ায় কোরআন শরিফ পুড়ানোর প্রতিবাদে মুসল্লীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় সুইডেনে কোরআন শরিফ পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার জুম্মা নামাজ শেষে পৌর এলাকার প্রতিটি মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল মাদ্রাসা মোড়ে জড়ো হয়। পরে হাজার হাজার মুসল্লীর অংশগ্রহণে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিংড়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আকরাম হোসেন, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলী আকবর, হামিদিয়া মাদরাসার খতিব মাওলানা আব্দুল্লাহ আল মাদানী, সিংড়া বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ প্রমুখ। বক্তারা কোরআন শরিফ পুড়ানোর জন্য দায়ী সুইডিশ নাগরিক এবং ঐ সরকারের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাবের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহ্বান জানান।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …