শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বিরামপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঈদ পুর্ণমিলনী

বিরামপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ঈদ পুর্ণমিলনী

নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর):দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর স্থায়ী বাসিন্দা যারা দেশের বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মিল-ফ‍্যক্টরী ও অন‍্যান‍্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সে সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে গত শুক্রবার বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

দিন ব‍্যাপী এ অনুষ্ঠানে বিরামপুর পাইলট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী সহ টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে “বিরামপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ‍্যাসোসিয়েশন” নামে একটি পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ ও আহবায়ক কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতা ও লটারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে ইঞ্জিনিয়ার হাসনাত নাহিদ, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রেজাউল করিম ও সদস্য সচিব হিসেবে ইঞ্জিনিয়ার রাজু আহমেদ রয়েছেন। আহবায়ক কমিটির দায়িত্বশীল সদস্য হিসেবে রয়েছেন, ইঞ্জিনিয়ার  হাসনাত শামীম, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হালিম,  ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন,  ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, ইঞ্জিনিয়ার সাজ্জাদ আলী, ইঞ্জিনিয়ার রাসেল মাহমুদ, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান, ইঞ্জিনিয়ার ফারিকুল ইসলাম। এছাড়াও এলাকার অন‍্যান‍্য সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার উক্ত অ‍্যাসোসিয়েশনের নিয়ম আনুযায়ী সম্মানীত সদস্য হিসেবে গণ‍্য হবেন।

অ‍্যাসোসিয়েশনের আহবায়ক ইঞ্জিনিয়ার হাসনাত নাহিদ জানান, বিরামপুর ও পার্শ্ববর্তী উপজেলাগুলোর টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মধ্যে সুসম্পর্ক ও যোগাযোগ স্থাপন, সদ‍্য পাশকৃত টেক্সটাইল ইঞ্জিনিয়ার সহ এলাকার বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও এলাকার মানুষের জন্য কিছু করার প্রয়াসে এ অ‍্যাসোশিয়েশন গঠন করা হয়েছে। ভবিষ্যতে এর কর্মকান্ড আরো বিস্তৃতি করা হবে বলে তিনি জানান।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *