নিজস্ব প্রতিবেদক, বিরামপুর (দিনাজপুর):
বছর ঘুরে প্রতি বছরের ন্যয় সুখ-শান্তি-সমৃদ্ধি ভ্রাতৃত্বের বন্ধন আর ত্যাগের মহিমার বার্তা নিয়ে মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দ বার্তা নিয়ে আসে ঈদ-উল-আযহা। বিরামপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদ উল – আযহার শুভেচ্ছা জানিয়ছেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম (আওন)।
ঈদ-উল-আযহার উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ত্যাগের মহিমায় আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ-উল-আযহার আনন্দময় মুহুর্ত। কুরবানির পাশাপাশি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন, কুরবানির পশু জবাই করার পর পশুর বর্জ্য-আবর্জনা তাৎক্ষনিক ভাবে মাটিতে পুতে ফেলার জন্য উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানাই।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম (আওন) বলেন, সকলের সুখ-সমৃদ্ধি, সু-স্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি সকলকে আন্তরিক ভাবে পবিত্র ঈদ-উল-আযহা শুভেচ্ছা জ্ঞাপন করছি।