শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ‘ম্যাঙ্গো ট্রেনে` ঢাকায় আসছে কোরবানির পশু

‘ম্যাঙ্গো ট্রেনে` ঢাকায় আসছে কোরবানির পশু

নিউজ ডেস্ক:

‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে’ আলাদা ওয়াগন যুক্ত করে কোরবানির পশু পরিবহন শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। 

শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে দুটি ওয়াগনে ৪০টি গরু ও ছয়টি ছাগল পরিবহনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। 

অন্যবারের মতো এবার আর ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু করা হয়নি। তার বদলে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনকেই কাজে লাগানো হচ্ছে। 

সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে পশু পরিবহনের কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। 

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ট্রেনটি সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রথম দিন বিভিন্ন কারণে দেরি হয়েছে। এদিন রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যায় ট্রেনটি। প্রথম দিন কোরবানি পশু ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ওয়াগন বুক করেন দুই খামারি। 

বিশেষায়িত এ ট্রেনটি শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ ২৬ জুন পর্যন্ত চালু রাখা হবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। 

শিডিউল অনুযায়ী, চাঁপাইনবাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা, কাঁকনহাট রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে, বড়াল ব্রিজ থেকে রাত ৯টা ২৫ মিনিটে, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে রাত ১০টা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে রাত ১০টা ৪০ মিনিটে পশু পরিবহনের জন্য থামবে ট্রেনটি। সবশেষে পশু নিয়ে ছেড়ে যাবে রাজধানীর তেজগাঁওয় স্টেশনের উদ্দেশে। 

চাঁপাইনবাবগঞ্জ, কাঁকনহাট, রাজশাহী থেকে একটি ওয়াগনের ভাড়া ধরা হয়েছে ১১ হাজার ৮৩০ টাকা, বড়াল ব্রিজ ৯ হাজার ২৩০ টাকা, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ৮ হাজার ৫৯০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থেকে প্রতি ওয়াগনের ভাড়া হবে ৬ হাজার ৫৫০ টাকা। 

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুল্লাহ, সহকারী রেলস্টেশন মাস্টার আমানত।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …