শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের এরিয়ার হাতিয়ান্দহ গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

নাটোরের এরিয়ার হাতিয়ান্দহ গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে চলতি বছরে বর্ষা মৌসুমে দেশব্যাপী ধারাবাহিকভাবে কয়েক কোটি ফলজ-বনজ-ওষুধী চারা রোপন করবে।

নাটোরের এরিয়ার হাতিয়ান্দহ সিংড়া শাখার উদ্যোগে মঙ্গলবার (২০জুন) দুপুরে গ্রামীন ব্যাংক শাখা কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ দুই শতাধিক সদস্যদের মাঝে বিভিন্ন বনজ ও ফলজ গাছ বিতরণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয় এবং বিভিন্ন কেন্দ্র ১৩ হাজার বৃক্ষরোপণ ও বিতরন করা হয়। এছারা চলতি বছরে গ্রামীন ব্যাংক হাতিয়ান্দহ শাখা পক্ষ থেকে ৫২ হাজার গাছ রোপন ও বিতরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক মোহা: আরিফুজ্জামান প্রিন্সিপাল অফিসার সেকেন্ড ম্যানেজার মানিক চন্দ্র চাঁদ, অফিসার নজরুল ইসলামসহ প্রমুখ।

আরও দেখুন

বাংলাদেশের নৃত্য দল ভারতে সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ

নিউজ ডেস্ক,,,,,,,,, সাংস্কৃতিক কূটনীতির একটি প্রাণবন্ত প্রদর্শনে, ঢাকা-ভিত্তিক বিখ্যাত নৃত্য বিদ্যালয় ‘কল্পতরু’ র নয় সদস্যের …