শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ভোক্তা অধিকার আইনে জরিমানা

বড়াইগ্রামে ভোক্তা অধিকার আইনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:নাটোরের বড়াইগ্রামে কয়েকটি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে র‌্যাব-৫ এর নাটোর কার্যালয়ের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে রোলভা বাজারের নিউ রজনী ব্রেড এন্ড বিস্কিট ফ্যাক্টরীকে ২০ হাজার, রয়না মোড়ে রাবেয়া বেকানীকে ১০ হাজার টাকা, কুমিল্লা বেকারীকে ১৫ হাজার টাকা, রাজ্জাক মোড়ের সজিব মিস্টি বাড়ি এন্ড কনফেকশনারীকে ১০ হাজার, তিরাইল বাজারের রিফাত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার, বনপারা বাজারের কহিনুর বেকারীকে ৫ হাজার, মল্লিক মার্কেটের আবিদ বেকারীতে ৫ হাজার, বিনিময় হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও মৃধাপারা ঢাকা কিং বেকারীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর এর নাটোর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির বলেণ, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা না টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় না করা, মেয়াদ উর্ত্তীন্য পন্য বিক্রয় প্রভূতি কারনে এই জরিমানা করা হয়। ভভিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।**

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *