নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকালে উপজেলা চত্বরে এই প্রণোদনা বিতরণ করা হয়। এর আগে উপজেলা মিলনায়তনে কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহ্দি হাসান প্রমূখ।
উল্লেখ্য, কৃষি প্রণোদনার আওতায় ৮০০ জন কৃষককে প্রতিজন ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষককে প্রতিজন ১ কেজি পিয়াজের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, পরিমাণ মতো সূতলী, পলিথিন ও বালাইনাশক সহ নগদ দুই হাজার আট শত টাকা প্রদান করা হয়।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …