নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় জোয়াড়ী ইউনিয়ন ফুটবল একাদশকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে মাঝগাঁও ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে। শনিবার বিকালে তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, ইউপি চেয়ারম্যান আলী আকবর ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল, প্রধান শিক্ষক খলিলুর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী বক্তব্য রাখেন। সাইদুল ইসলাম সৌরভের নান্দনিক ধারাভাষ্যে রেফারী জাহিদুল ইসলাম খেলাটি পরিচালনা করেন।
আরও দেখুন
লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …