নিজস্ব প্রতিবেদক:
জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন শনিবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনু বিভাগ) মোঃ সাইদুর রহমান। জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞা’র সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার সাইফুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি,সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, নাটোর জজ কোর্টের পি.পি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে। জেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …