শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নারী ও শিশু উন্নয়নে বরাদ্দ বেড়েছে ৪৬৫ কোটি টাকা

নারী ও শিশু উন্নয়নে বরাদ্দ বেড়েছে ৪৬৫ কোটি টাকা

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে চার হাজার ৭৫৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেন। ২০২২-২৩ অর্থবছরের তুলনায় মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে ৪৬৫ কোটি টাকা।

গত অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য চার হাজার ২৯০ কোটি টাকার বাজেটের প্রস্তাব ছিল।

এ বছর তার থেকে ১০.৮৪ শতাংশ বৃদ্ধি করে বাজেটের প্রস্তাব করা হয়েছে। তবে গত অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সংশোধিত বাজেট ছিল চার হাজার ৪০৩ কোটি টাকা।

কর্মক্ষেত্রে নারীর অর্জনকে সুসংহত ও জোরদার করতে নারী ও শিশুর কল্যাণে চলমান কার্যক্রমের পাশাপাশি নতুন কিছু কার্যক্রম হাতে নিয়েছেন বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। এ সময় তিনি দুই লাখ ৬১ হাজার ৭৮৭ কোটি টাকার জেন্ডার বাজেট প্রস্তাব করেন।

যা গত বছরের তুলনায় ৩২ হাজার ৩০৩ কোটি টাকা বেশি। এ ছাড়া সাড়ে তিন লাখ বিধবা ভাতা ও পাঁচ লাখ বয়স্ক ভাতার জন্য ৮১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, এবারে অর্থবছরে কর্মজীবী মা ও শিশুসন্তানদের জন্য ৬৪টি জেলায় ডে-কেয়ার সেন্টার স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারি টাওয়াল প্রস্তুতকরণ ও বিতরণ, স্কুলগামী ছাত্রীদের বাইসাইকেল প্রদান, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে মহিলা বিষয়ক অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি, শেখ হাসিনা নারী কল্যাণ ডরমেটরি ও কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ, অবসরকালীন আপনালয় স্থাপন, চার বছর বয়সী শিশুদের জন্য শিশু বিকাশ কেন্দ্র স্থাপন, গ্রামীণ এলাকার কওমি মাদরাসার শিশুদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান ও নিরাপদ ইন্টারনেট-নিরাপদ শিশু কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আরও দেখুন

পিরোজপুরে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে দিনব্যাপীপ্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ১৩ জুলাই ২০২৪, শনিবার, ঢাকা: মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে পিরোজপুরের …