নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ৫ দফা দাবিতে চাঁপাইনাববগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন ছাত্রছাত্রীরা।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক রাহাত আলী, শামীমা খাতুন, নাজমুন নাহার, মোস্তাফিজুর রহমান অন্যান্যেরা।
ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কোস নার্সি এর সমতাকরণ অতি বিলম্বে বাতিল, নার্সি পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালু, সরকারী চাকুরিতে নার্সেদের ৩০% ঝুকি ভাতা প্রদান, শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ ভাতা নিশ্চিত করা ও ভূয়া নার্সদের আইনের আওতায় নিয়ে আসার দাবি তুলে ধরেন স্টুডেন্ট নেতারা।
আজ বুধবার দুপুর ১২ টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নার্সরা বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করার পর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সরাও অংশগ্রহণ করে সমর্থন জানান।