শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরের মশিন্দা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

গুরুদাসপুরের মশিন্দা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: 
নাটোর জেলার গুরুদাসপুর ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১টায় পরিষদের হলরুমে সচিব কিশোরী মোহন পালের সঞ্চালনায় ওই বাজেট সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী।

এই অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ৪ কোটি ৫৬ লক্ষ ৯১হাজার ৩শত ৬৩ টাকা ও ব্যয় ৪ কোটি ৫০ লক্ষ ১৫ হাজার ১শত ৬৭ টাকা, এছাড়াও উদ্বৃত্ত ৬ লক্ষ ৭৬ হাজার ১শত ৯৬ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।
এসময় স্থানীয় গন্যমাণ্য ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে মো. মোবারক হোসেন, মো. তাজউদ্দিন আহম্মেদ, মো. আব্দুস সোবহান ও মো. আজাহার আলীসহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …