নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
“বাল্য বিবাহ করবো না; বাল্য বিবাহ দিবো না” এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আয়োজনে বালুগ্রাম আদর্শ কলেজ মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের মাঝে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান এর সভাপতিত্বে ক্যাম্পেইনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম, সদর উপজেলার চেয়ারম্যান মোখলেসুর রহমান ও একই উপজেলার ভাইস চেয়ারম্যান সোহরাব আলী।
এ সময় তারা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের বলেন, মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর বয়স না হলে বিবাহ দিবেন না এবং বিবাহ করবেন না। তারা আরো বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও দেখুন
বড়াইগ্রামে গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই- আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের …