মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বিবিসিএফ সহযোগিতায় পাখি শিকারের ৮শ হাত জাল উদ্ধার-পাখি অবমুক্ত

বিবিসিএফ সহযোগিতায় পাখি শিকারের ৮শ হাত জাল উদ্ধার-পাখি অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে সোমবার সন্ধ্যায় প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৮শ হাত পাখি শিকারের জাল উদ্ধার ও বেশ কিছু পাখি অবমুক্ত করেছে,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ’র একটি টিম। উপজেলার মাধনগরের সারভিটা এলাকায় অভিযানকালে পাখি শিকারীরা পালিয়ে যায় এবং স্থানীয়দের সহযোগিতা পাখি শিকারের জন্য ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় ও বক-শালিক পাখি অবমুক্ত করা হয়।

বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারন সম্পাদক ফজলে রাব্বী বলেন,নাটোরের বিভিন্ন এলাকার কতিপয় পাখি শিকারীরা প্রচুর পাখি হত্যা করে বাড়িতে নিয়ে গিয়ে চলে ভুড়িভোজ। তারা অভিনব কায়দায় হাজার হাজার পাখি শিকার করে,বিভিন্ন বাজারে বিক্রি করে।
অভিযানে কড়া নজরদাড়ি ও শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়েছে এবং বক-শালিক পাখি অবমুক্ত করা হয়। উল্লেখ্য,বন্যপ্রানী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা)আইন- ২০১২ অনুযায়ী-পাখি শিকার,হত্যা,আটক ও ক্রয়-বিক্রয় করলে,কারাদন্ড ও জরিমানার বিধান রয়েছে।

আরও দেখুন

গুরুদসপুরে বিনামূল্যে বীজও সার বিতরণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদসপুরে উফশী আউশ,গ্রীষ্মকালীন মুগ, তিল, পাঠ ফসলের …