নীড় পাতা / উত্তরবঙ্গ / রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের তাবু বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের তাবু বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে তাবু বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনকালীন সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে দফায় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা অতীতে মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বোর্ডের সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর তানবিরুল আলম,প্রফেসর মকবুল হোসেন প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *