রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির দায়িত্ব গ্রহন

বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় প্রাচীন ও ঐতিহ্যবাহী বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন ও মতবিনিময় সভা গতকাল শুক্রবার রাতে বিরামপুর পৌরসভার সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির দায়িত্ব গ্রহন ও মতবিনিময় সভা পৌর মেয়র ও বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আককাস আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদগাহ কমিটির উপদেষ্টা, মন্ডলী সদস্যদ্বয় প্রাক্তন সিভিল সার্জন ডা. ইমার উদ্দিন কায়েস, মারফিদুল হক, এনায়েত আলী। এছাড়াও নবগঠিত কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সাধারন সম্পাদক ও আজকের পত্রিকার বিরামপুর প্রতিনিধি মোঃ মাহমুদুল হক মানিক, যুগ্ন-সম্পাদক আরেফুর রহমান, যুগ্ন-সম্পাদক আজিজুল ইসলাম সিরাজুল, সহ-সম্পাদক ইসমাইল হোসেন সহ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. মোকলেছুর রহমান, এ.কে.এম শাহজাহান, মহিলা কলেজের ভারপ্রাপ্ত প্রেন্সিপাল মেজবাউল হক, লাইন মোজাম্মেল হক, আনোয়ারুল ইসলাম রুবেল প্রমুখ।

আগামী ৩ বছর মেয়াদী বিরামপুর কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি বিরামপুর পৌরসভার মেয়র  আককাস আলী তার বক্ত্যবে ব’লেন মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদউল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহকে বিভিন্ন প্রকল্পের আওতায় এনে আধুনিকীকরন করা হবে বলে উল্লেখ করেন।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …