মঙ্গলবার , এপ্রিল ৩০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বিরামপুরে বৃদ্ধ হত্যাকান্ডের মূল হোতা আটক

বিরামপুরে বৃদ্ধ হত্যাকান্ডের মূল হোতা আটক

বিরামপুর(দিনাজপুর) প্রতিবেদক:দিনাজপুর বিরামপুরে গত (২ মে) মঙ্গলবার নিজের জমির পার্শ্বে নেপিয়ার ঘাঁস ক্ষেত থেকে গলায় ছুরিকাঘাত প্রাপ্ত আব্দুল ওয়াহেদ (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে বিরামপুর থানা পুলিশ।

নিহত আব্দুল ওয়াহেদ উপজেলার পৌরসভার ভবানীপুর মুনসীপাড়া গ্রামের মৃত মনছের মুনসীর ছেলে।

গত ২ মে বৃদ্ধ আব্দুল ওয়াহেদকে নৃশংস্য ভাবে হত্যাকান্ডের দুই জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ মে) সন্ধ্যায় নিজ গ্রাম এলাকা থেকে দুই জনকে আটক করে পুলিশ আটককৃত আসামিরা হলেন, একই এলাকার সোবাহান এর ছেলে এমদাদুল হক (৫৮) ও খোরশেদ এর ছেলে আল-আমিন (২১) বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুমন কুমার মহন্ত।

আটককৃত ব্যক্তির তথ্য মতে মঙ্গলবার (১৬ মে) দুপুরে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জুরল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে তল্লাশি চালায়, এ সময় নিহতের একটি জুতা এবং  হত্যাকান্ডে ব্যবহৃত একটি গামছা নদী থেকে উদ্ধার করে।

থানা সূএে পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও ২০২০ সালে একই গ্রামে জোড়া খুনের একটি মামলায় জামিনে আসার পর সে আবারও এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে।

আরও দেখুন

লালপুরে ঢাকাগামী বাস থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: নাটোরের লালপুরে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *