নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া .নাটোরের বাগাতিপাড়ায় পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ মে) সকালে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে তা আদায় করে। ওই অভিযানে নেতৃত্ব দেয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। তাতে ওই বাজারের সৌরভ মিষ্টান্ন ভাÐারের স্বত্বাধিকারী সুবোধ কুমার দত্তকে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ২ হাজার এবং একই বাজার এলাকায় অবস্থিত সূতি স্টোরের স্বত্বাধিকারী সুশান্তকে একই অপরাধে ৪ হাজার সর্বমোট ছয় হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। পরে সেখানে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …