সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নাটোরের দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর গুরুতর আহত

নাটোরের দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরে দুর্বৃত্তদের হামলায় সাবে ক পৌর কাউন্সিলর নান্নু শেখ গুরুতর আহত হয়েছেন। আজ ১৬ মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। নান্নু শেখ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং হরিশপুর এলাকার বাদল শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ দুপুরে শহরের ভবানীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিঠুন গ্রুপের সমর্থকরা আওয়ামী লীগ নেতা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় নান্নুকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …