বৃহস্পতিবার , নভেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নলডাঙ্গায় দু’শ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা

নলডাঙ্গায় দু’শ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা: প্রতিবছরের ন্যায় এবারও নাটোরের নলডাঙ্গার পশ্চিম মাধনগর গ্রামে দু’শ”বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। চড়ক পূজা ও দুইদিনের এই গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়। বৈশাখ মাসের ৩১ই বৈশাখ শিবপূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের পচাকান্দর মাঠে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে হাজড়া নাচের মাধ্যমে এই মেলা শুরু হয়। বিকেল সাড়ে ৫টার পর থেকে চড়ক পূজা, চড়ক ঘুড়ানো ও মেলায় সনাতন ধর্মের লোক ছাড়াও হাজার হাজার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে ও সন্ন্যাসীদের পিঠ ফুটিয়ে চড়কে ঘোরানো হয়। পুজা কমিটির সভাপতি তপন কুমার শিং জানান, প্রায় দুশত বছর ধরে এটি চলে আসছে। বৈশাখ মাসের ৩১ তারিখের দিনে এই মেলা হয়। এই মেলায় চড়ক পূজা,কালী পূজা,শিবপূজা করা হয়। অনেক পুরাতন রীতি এটি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী এই মেলা। চড়ক ঘুরানো ও চড়ক মেলা দেখতে দুই-তিন আগে থেকেই দূর-দূরান্ত থেকে লোকজনের আগমন ঘটে। মেলাকে ঘিরে নানা রকমের দোকান বসে এই মেলায়।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *