শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট

চারদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক:

চারদিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
মরিশাস থেকে এটিই রাষ্ট্রপতি পর্যায়ে প্রথম বাংলাদেশ সফর। ঢাকায় অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য পৃথ্বীরাজ সিং রূপন ঢাকায় আসলেও বাংলাদেশের পক্ষ থেকে তাঁর সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মরিশাস আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। 
সফরের দ্বিতীয় দিন মরিশাসের প্রেসিডেন্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে যোগ দেওয়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন মরিশাসের প্রেসিডেন্ট। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সফররত মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মরিশাসের প্রেসিডেন্ট বৃহস্পতিবার ঢাকা এসেই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানান। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ ছাড়া তাঁর ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। তিনি আজ শুক্রবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। সফরকালে তিনি টেক্সটাইল শিল্পও পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ও মরিশাসের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। মরিশাসে কর্মরত প্রায় ২০ হাজার বাংলাদেশীর উপস্থিতির ফলে এ সম্পর্ক আরও জোরদার হয়েছে।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …