বুধবার , নভেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবাগঞ্জে কয়েকটি হত্যাকান্ড রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে—–এমপি জিয়া

চাঁপাইনবাবাগঞ্জে কয়েকটি হত্যাকান্ড রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছে—–এমপি জিয়া

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবাগঞ্জ

সম্প্রতি সময়ে কয়েকটি হত্যাকান্ড রাজনৈতিক ক্রাইসিস তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। তিনি বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যাকান্ড সব চাইতে বেদনাদায়ক হত্যাকান্ড। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান একশ’ দিন পূর্ণ উপলক্ষে আয়োাজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমান আরও বলেন, জেম হত্যাকান্ডে জেলায় দলের মধ্যে চরম ক্রাইসিস তৈরি হয়েছে। এখানে দলীয় কোন্দল সৃষ্টি হয়েছে। বিষয়টি সমাধানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দর হস্তক্ষেপ প্রয়োজন। তাছাড়া দলের বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। সংবাদ সম্মেলনে তাঁর বিজয়ী হওয়ার পরে নির্বাচনী এলাকার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন  রেজা, মোঃ আব্দুল খালেক, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, রহনপুর পৌরসভার মেয়র ও সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁনসহ নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। পরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,, বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে নাটোর জেলা বিডিআর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *