মঙ্গলবার , অক্টোবর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নাটোরের গুরুদাসপুরে সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। আজকে সকালে আনুষ্ঠানিকভাবে ইউএনও শ্রাবণী রায়ের সভাপতিত্বে ওই ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শরিফুল ইসলাম,খাদ্য পরিদর্শক কর্মকর্তা আসাদুজ্জামান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অফিস সূত্রে জানা যায়, এবছর ৩০টাকা কেজি দরে ধান ৫০৫মেট্রিক টন ও ৪৪ টাকা কেজি দরে চাল ৩৩৫ মেট্রিক টন গুদামজাতের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আরও দেখুন

নাটোরের সিংড়ায় চিকিৎসককে লাঞ্ছিতর ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,, নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের হাতে কর্তব্যরত …