সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / লালপুরে দুই জেলের ৫ হাজার টাকা জরিমানা

লালপুরে দুই জেলের ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে দুই জেলের ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় মৎস্য বিভাগের একটি টিম অভিযান চালিয়ে আশরাফুল এবং জাকিরুল নামে ২ জেলেকে পদ্মা নদী থেকে জালসহ আটক করে। আটক জাকিরুল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাইজার গ্রামের আজিজুল হকের ছেলে ও আশরাফুল ইসলাম একই এলাকার আহসান আলীর ছেলে।

পরে তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের সামনে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত ২ জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে জব্দকৃত পাঁচ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …