নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর বিরামপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২ তম জন্মজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) সকাল ১১ টায় “জন্মদিন আসে বারে বারে মনে করাবারে-এ জীবন নিত্যই নতুন” এ মহান বাক্যকে সামনে রেখে, উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সূপারভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় উপজেলা প্রশাসন বিরামপুর দিনাজপুর আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মজয়ন্তীতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু,মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর থানা ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান,মহিলা কলেজের অধ্যাপক সুলতান মাহমুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার আলি, উপজেলা কলেজিয়েট হাই স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বিরামপুর উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।