সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নাটোরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের মতো নাটোরেও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ রবিবার নির্ধারিত সময় সকাল ১০টায় জেলার মোট ৪৬টি কেন্দ্রে ২৩ হাজার ৮০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ২৬ টি কেন্দ্রে ১৮ হাজার ৩৯০ জন ্এসএসসি, ৭টি কেন্দ্র ২হাজার ১৭৩ জন দাখিল ও ১৩ টি কেন্দ্রে ৩ হাজার ২৪০ জন ভকেশনাল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবকদের উৎকণ্ঠা নিয়ে ভীড় জমাতে দেখা যায়। পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …