নিজস্ব প্রতিবেদক
নাটোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও বিভিন্ন ধর্মীয় প্রষ্ঠানের অবকাঠামো উন্নয়নে চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে সদর ও নলডাঙ্গা উপজেলার ক্ষতিগ্রস্থ অসহায় ১০১টি পরিবারের মাঝে ১১৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১ ব্যান্ডিল ঢেউ টিন, ৩ হাজার করে করে মোট ৩ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এর মধ্যে নাটোর সদর উপজেলার ৮৮ টি ও নলডাঙ্গা উপজেলার ১৩ টি পরিবার রয়েছে। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা দিলীপ কুমার দাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজলসহ অন্যান্যরা। পরে সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য নাটোর সদর উপজেলার ১৮ টি ও নলডাঙ্গা ১২ টি মোট ৩০ টি সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ শীর্ষক প্রকল্পের আওতায় ৩০টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি টাকার চেক বিতরণ করা হয়।